PVC Aadhaar Card Order: আজকের সময় যেভাবে আধার কার্ড এর ব্যবহার বাড়ছে তাতে আধার কার্ড এর অবস্থা খুবই খারাপ। এখন সকল প্রকার কাজে আধার কার্ড সবচেয়ে আগে। কাগজের আধার কার্ড বেশি দিন ব্যবহার করলে নষ্ট হয়ে যায় খুবই তারা তারি, সেই জন্য আধার সংস্থা PVC Aadhaar Card(PVC Aadhaar Card Order) নিয়ে এসেছে। এই কার্ড একবার নিলে নষ্ট হয়ে যাবার ভয় নেই।
Highlights Points
কাগজের আধার কার্ড বাড়িতে রাখতে পারবেন এবং পিভিসি আধার কার্ড(PVC Aadhaar Card Order) নিজের কাছে রাখতে পারবেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই এটা জানে না যে কিভাবে আধার কার্ড অড়ার করতে হয়। এছাড়া আপনি যদি ফ্রি তে আধার কার্ড ডাউনলোড় করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করতে পারেন Click Here। পিভিসি আধার কার্ড অড়ার করার জন্য আপনাকে 50 টাকা খরচ করতে হবে। আপনি চাইলে 50 টাকা খরচ করে অড়ার করতে পারেন।

PVC Aadhaar Card Order (পিভিসি আধার কার্ড)
পিভিসি আধার কার্ড অড়ার (PVC Aadhaar Card Order) করার জন্য একটা মোবাইল এর প্রয়োজন হবে, তারপর এই মোবাইল এ Google Open করে সার্চ করুন UIDAI। সরকারি আধার সাইটে যাওয়ার জন্য ক্লিক করুন Click Here। আধার এর সাইটে আসার পর Get Aadhaar অপশনে এর মধ্যে Order Aadhaar PVC Card এ ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে নতুন পেজ খুলবে এখানে দেখবেন Order Aadhaar PVC Card কোথায় আছে এবং এখানে ক্লিক করুন।
এরপর Aadhaar number অথবা Enrolment ID চাইবে আপনি আধার নাম্বার দিয়ে কেপ্চার বসিয়ে ভেরিফাই করতে হবে, যদি আধার কার্ড এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তখন কিন্তু যদি আধার কার্ড এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তখন My Mobile Number Is Not Register এই অপশনে ক্লিক করতে হবে এবং আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারে একটা OTP আসবে সেটা ভেরিফাই করতে হবে।
Read More – Aadhaar Card Photo Change: আধার কার্ডে ছবি পরিবর্তন করার উপায় | Aadhaar Card
এরপর প্রিভিউ দেখতে পাবেন এবং পেমেন্ট করতে বলবে। পেমেন্ট করা হয়ে গেলে আধার কার্ড অড়ার করা হয়ে যাবে। এই PVC আধার কার্ড আপনার আধার কার্ড এর ঠিকানাতে চলে আসবে ১০-১৫ দিনের মধ্যে।
Order Aadhaar PVC Card Prosess
- প্রথমে সার্চ করতে হবে UIDAI
- আধার ওয়েবসাইট খুলবে, এখানে ক্লিক করুন।
- ক্লিক করার পর Get Aadhaar অপশন দেখতে পাবেন। এরমধ্যে Order Aadhaar PVC Card এ ক্লিক করুন।
- নতুন পেজ খুলবে এখানে Order Aadhaar PVC Card এ ক্লিক করুন।
- আধার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। যদি আধার এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে My mobile number is not register এ ক্লিক করে মোবাইল নাম্বার বসাতে হবে।
- পিভিসি আধার কার্ড দেখতে পাবেন এবং পেমেন্ট করতে হবে।
- তারপর PVC Aadhaar Card Order হয়ে। Order করা আধার কার্ড ১০-১৫ দিনে বাড়িতে চলে আসবে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং আপনার মূল্যবান মতামত জানান ধন্যবাদ।