Raksha Bandhan 2022: এই বছর রাখিতে বোনকে এই ৫টি গিফ্ট উপহার করুন | দেখে নিন একনজরে

Advertisement
Advertisement

Raksha Bandhan 2022: রাখি বন্ধন ভারতীয় পরমপরাই সবচেয়ে মধুর একটি দিন রাখি বন্ধন (রাখি পূর্নিমা) এই দিন বোনেরা ভাইদের হাথে রাখি বেঁধে তার দীর্ঘায়ু কামনা করে। এবং ভাইরা তাদের আদরের বোনের সারাজীবন রক্ষা করার প্রতিজ্ঞা করে।

ভারতীর ধর্মশাস্ত্র অনুসারে এই উৎসব শ্রাবন মাসের পূর্নিমা তিথিতে পালন করা হয়, যাকে আমরা রাখি পূর্নিমা ও বলে থাকি। এই বছর রাখি পূর্নিমা ১১ আগস্ট ২০২২ এ হবে।

Advertisement

এ বছর রাখিতে কি উপহার দিবেন বোনকে ভেবে উঠতে পারছেন না, তাহলে এই অ্যাটিকেল টি সম্পুর্ন আপনার জন্য। আমি এখানে ২০২২ এর সেরা ৫টি রাখি বন্ধনের গিফ্ট নিয়ে আলোচনা করবো।

আপনি যদি এবছর রাখিতে আদরের বোনকে খুসি করতে, চান তাহলে এই ৫টি উপহারের মধ্যে একটি বোনকে গিফ্ট করতে পারেন।

Advertisement

2022 এর সেরা ৫টি রাখি বন্ধনের উপহার ?

এবছর রাখিতে বোনকে যে গিফ্টগুলো দিলে সে সবচেয়ে বেশি খুসি হবে –

Advertisement
  1. মেকাপ বক্স (Mackup Box)
  2. হ্যান্ড ব্যাগ (Hand Bag)
  3. স্মাট ওয়াচ (Smart Watch)
  4. চকোলেট (Choklet)
  5. জুয়েলারী (Jewelry)
Raksha Bandhan11 August 2022
Canbebangali Official WebsiteVisit Now
Telegram Group Join Now

• মেকাপ বক্স (Mackup Box)

Mackup Box for girls Raksha Bandhan 2022

এই রাখিতে আপনি বোন বা দিদিকে মেকাপ বক্স (Mackup Box) গিফ্ট করুন। কারণ মেয়েরা একটু সাজগোজ করতে ভালোবাসে, আর আপনি যদি তার পছন্দের মেকাপ বক্স (Mackup Box) করতে পারেন, তাহলে আপনি এই বছরের সেরা ভাই অফ দ্য ইয়ার হয়ে যাবেন।

আপনার যদি একটা মেকাপ বক্স (Mackup Box) না দিতে চান, তাহলে আপনি তার পছন্দের মেকাপ প্রোড়াক্ট গিফ্ট করতে পারেন। যেমন – লেন পালিস, লিপস্টিক, ফেস পাউডার ইত্যাদি গিফ্ট করতে পারেন।

ED Officer হতে চাই, এই পোস্টটি পড়ুন।

• হ্যান্ড ব্যাগ (Hand Bag)

Hand Bag For Girls

মেয়েদের দ্বিতীয় সবচেয়ে পছন্দের জিনিস হলো হ্যান্ড ব্যাগ (Hand Bag) আপনি এই রাখিতে বোনকে একটা ভালো হ্যান্ড ব্যাগ (Hand Bag) গিফ্ট করতে পারেন। আপনি যে কোনো উপায়ে তার থেকে জেনে নিন যে তার পছন্দের হ্যান্ড ব্যাগ (Hand Bag) কোনটি এরপর আপনি তাকে সেটা গিফ্ট করুন। তাহলে দেখবেন সে কতো খুসি হয়।

• স্মাট ওয়াচ (Smart Watch)

Smart Watch

আপনি বোনকে একটা স্মাট ওয়াচ (Smart Watch) গিফ্ট করতে পারেন। বর্তমান সময়ে প্রায় সবাই স্মাট ওয়াচ ব্যবহার করছে। এই কারনে হতে পারে, আপনার বোনেরও এটা পছন্দের হতে পারে। এই জন্য এবার রাখিতে বোনকে একটা স্মাট ওয়াচ (Smart Watch) গিফ্ট করতে পারেন।

Advertisement

আপনি কি মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান, তাহলে এটা পড়ুন।

মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান, তাহলে এখানে ক্লিক করুন।

• চকোলেট (Choklet)

Advertisement
Chocolate

মেয়েদের অনেক পছন্দের খাবারের মধ্যে একটি হল চকোলেট (Choklet) আপনি এবছর বোন বা দিদিকে তার পছন্দের চকোলেট (Choklet) গিফ্ট করতে পারেন। আর আপনি যদি চান, তাহলে চকোলেটের সাথে আরো কিছু গিফ্ট করতে পারেন।

• জুয়েলারী (jewellery)

jewellery

এবার রাখিতে বোনকে আপনি জুয়েলারী (jewellery) গিফ্ট করতে পারেন। কমবেশি সব মেয়েরাই জুয়েলারী (jewellery) পড়তে ভালোবাসে। এবছর আপনি বোনকে হাতের, কানের, গলার একটা সেট গিফ্ট করতে পারেন। এছাড়া, আপনার যদি বাজেট বড়ো হয়, তাহলে আপনি সোনার কিছু গিফ্ট করতে পারেন। তাহলে দেখবেন সে অনেক খুশি হবে।

সবশেষে,

এবছর রাখিতে আপনি আপনার আদরের বোনকে কি উপহার দিবেন, সেটা আমরা কেউ বলতে পারবোনা। কিন্তু, আমার আর আপনার পছন্দ এক নাও হতে পারে। আমি এবছরের সেটা ৫টি রাখি গিফ্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র, এই পোস্টটি সম্পর্কে কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

Frequently Asked Questions.

Best Gift Ideas Raksha Bandhan 2022 ?

এবছর রাখিতে বোনকে যে গিফ্টগুলো দিলে সে সবচেয়ে বেশি খুসি হবে -• মেকাপ বক্স (Mackup Box)• হ্যান্ড ব্যাগ (Hand Bag)• স্মাট ওয়াচ (Smart Watch)• চকোলেট (Choklet)• জুয়েলারী (Jewelry

Advertisement
২০২২ এ রাখি পূর্নিমা করে হবে ?

এবছর রাখি পূর্নিমা ইংরেজির ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার হবে।

Rakhi Gift For Sister Under 5000 ?

• মেকাপ বক্স (Mackup Box)• হ্যান্ড ব্যাগ (Hand Bag)• স্মাট ওয়াচ (Smart Watch)

Best Rakhi Gift For Sister Under 500 ?

Best Rakhi Gift Under 500 is • চকোলেট (Choklet)• জুয়েলারী (Jewelry

Latest Posts ❤️

Advertisement
Advertisement

Leave a Comment