এসবিআই মুদ্রা লোন আবেদন, SBI Mudra Loan Online Apply, মুদ্রা লোন ডিপোজিট, মুদ্রা লোন অ্যাপ্লাই, Mudra Loan 2023, Mudra Loan Intest, প্রধানমন্ত্রী মুদ্রা লোন যৌজনা
SBI Mudra Loan Online Apply(এসবিআই মুদ্রা লোন আবেদন): নমস্কার, দর্শক আজকের এই অ্যার্টিকেলে এসবিআই মুদ্রা লোন আবেদন(SBI Mudra Loan Online Apply) নিয়ে আলোচনা করবো। আপনি যদি এসবিআই ব্যাঙ্ক থেকে মুদ্রা লোন নিতে চান, তাহলে এই অ্যাটিকেলটি আপনার অনেক কাজে আসবে। আপনি SBI Mudra Loan Online Apply করে মাত্র 5 মিনিটে 50 হাজার টাকার লোন নিতে পারবেন।
এই Mudra Loan প্রকল্প বাস্তবায়ন করেছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী মুদ্রা লোন যৌজনা (Prodhan Mantri Mudra Loan Yojana). আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। যেমন – মুদ্রা লোন ডিপোজিট, মুদ্রা লোন অ্যাপ্লাই, Mudra Loan 2023, Mudra Loan Intest, প্রধানমন্ত্রী মুদ্রা লোন যৌজনা কি ? ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
SBI Mudra Loan Online Apply(এসবিআই মুদ্রা লোন আবেদন)
প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা তৈরি করা এই SBI E Mudra Loan প্রকল্পে প্রায় সবাই আবেদন করতে পারবেন। এই এসবিআই মুদ্রা লোন প্রকল্প(SBI Mudra Loan Yojana) তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, যারা নতুন কোনো ব্যবসার পরিকল্পনা করছেন, বা যারা পুরোনো ব্যবসাকে বড়ো করতে চান। এখানে আপনি আবেদন করার কিছু সময়ের মধ্যেই লোন পেয়ে যাবেন।

এই SBI E-Mudra Loan এ আবেদন করার জন্য আপনাকে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আমি এই অ্যার্টিকেলে নিচে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট, আবেদন করার উপায় এবং কারা আবেদন করতে পারবেন SBI E-Mudra Loan এ সবকিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আপনি এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন আসা করছি অনেক কাজে লাগবে।
SBI Mudra Loan Online Apply Overview
Name Of The Bank | State Bank Of India (SBI) |
Name Of Article | SBI Mudra Loan |
Type Of Article | Govt. Schame |
Eligibility | All SBI Account Holder |
Apply Mode | Online |
Required Age | 18yr To 65yr |
Loan Amounts | 50,000 Rs. |
Official Website | https://emudra.sbi.co.in |
এসবিআই মুদ্রা লোন নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র (SBI Mudra Loan Online Decuments Required)
এসবিআই মুদ্রা লোন আবেদন(SBI Mudra Loan Online Apply) করার জন্য কিছু জরুরী Decuments এর প্রয়োজন হবে, যা আমি নিচে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরেছি। আপনি অবশ্যই দেখবেন –
- আধার কার্ড
- ব্যবসার প্রমানপত্র
- নিবাস প্রমানপত্র
- আয় প্রামনপত্র
- ভোটার কার্ড
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক মোবাইল নাম্বার
কারা এসবিআই মুদ্রা লোনের জন্য আবেদন করতে পারবেন (SBI E Mudra Loan Eligibility Criteria)
- এসবিআই মুদ্রা লোনের জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীর কাছে ৬ মাস পুরোনো ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে।
- SBI E Mudra Loan এ আবেদনকারী ব্যক্তির বয়স ১৮ থেকে ৬৫ বছর এর মধ্যে হতে হবে।
- আবেদনকারী ব্যক্তির আগে থেকে কোনো লোন বা ইএমআই যেন না থাকে।
- আবেদনকারী যেন কোনো ব্যাঙ্কে Defaulter না হয়।
SBI Mudra Loan Apply(এসবিআই মুদ্রা লোন আবেদন করার উপায়)
- সর্বপ্রথম আপনাকে SBI E Mudra Loan এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে –
- এখানে এসে আপনি হুম পেজে চলে আসুন।
- এখানে আপনি Proceed For e-Mudra এর অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
- এখন আপনার সামনে একটা নতুন পেজ খুলবে, এখানে আপনি সবচেয়ে নিচে Proceed অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
- এখন আবার আপনার সামনে একটা নতুন পেজ খুলবে, এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাঙ্কের সাথে লিঙ্ক মোবাইল নাম্বার বসিয়ে দিন।
- এখন আপনি কত টাকা লোন নিতে চান, সেটা এখানে বসিয়ে দিন এবং আগে করুন।
- এখন আবার আপনার সামনে একটা নতুন পেজ খুলবে, এখানে আপনি Application Form চলে আসবে, এটা সঠিক ভাবে পূরণ করুন।
- এখানে চাওয়া সমস্ত কাগজপত্র স্কেন করে আপলোড করুন।
- এরপর, আপনি সাবমিট অপশনে ক্লিক করুন।
- এখন আপনার সামনে আপনার দ্বারা পূরন করা সমস্ত তথ্য চলে আসবে। আপনি ভালো করে একবার দেখে নিন এরপর, সাবমিট অপশনে ক্লিক করুন।
- এখন আপনার সামনে Congratulations মেসেজ চলে আসবে। এই ভাবে আপনি SBI Mudra Loan Online Apply(এসবিআই মুদ্রা লোন আবেদন) এ আবেদন করতে পারবেন।
এসবিআই মুদ্রা লোনের টাকা কত দিন পর পাওয়া যায় (SBI Mudra Loan Amount)
আপনি যদি এসবিআই মুদ্রা লোনের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনার বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনার আবেদন করার পর আপনার Application Form Review এ চলে যায়। যেখানে ব্যাঙ্কের কর্মিদের দ্বারা আপনার সমস্ত তথ্য যাচাই করা হয়। এই সমস্ত কাজ করতে প্রায় এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে। এরপর, আপনার SBI Mudra Loan Amount আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়।
এসবিআই মুদ্রা লোনে সুদ কত (SBI Mudra Loan Intest)
আপনি যদি SBI Mudra Loan কোনো ব্যবসা শুরু করার জন্য বা পুরোনো ব্যবসাকে বড়ো করার জন্য নিয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য খুবই উপকারী হতে পারে। এই এসবিআই মুদ্রা লোনে সুদ(SBI Mudra Loan Intest) বার্ষিক হিসাবে নেওয়া হয়, বার্ষিক সুদের হার(SBI Mudra Loan Intest) ১০% থেকে ১২%
Conclusion – SBI Mudra Loan Online Apply
দর্শক, আজকের এই অ্যার্টিকেলে আমি SBI Mudra Loan Online Apply(এসবিআই মুদ্রা লোন আবেদন) মুদ্রা লোন ডিপোজিট, মুদ্রা লোন অ্যাপ্লাই, Mudra Loan 2023, Mudra Loan Intest, প্রধানমন্ত্রী মুদ্রা লোন যৌজনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই সম্পুর্ন অ্যার্টিকেলটি পড়ার পর যদি আপনার মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনি আমার টেলিগ্ৰাম গ্ৰুপে কমেন্ট করে জানাতে পারবেন অথবা আপনি এই অ্যাটিকেলের নিচের কমেন্ট করে জানাবেন।
এই অ্যার্টিকেলটি পড়ে যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি জায়গায়। এই অ্যার্টিকেলটি সম্পুর্ন পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
FAQs – SBI Mudra Loan Online Apply(এসবিআই মুদ্রা লোন আবেদন)
Q. প্রধানমন্ত্রী মুদ্রা লোন যৌজনা কি ?
Answer: প্রধানমন্ত্রী মুদ্রা লোন যৌজনা হল – ভারতের বাজারে প্রচুর ক্ষুদ্র ব্যবসায়ী আছেন বা অনেকেই নিজের কোনো ব্যবসা শুরু করতে চান। কিন্তু, টাকার অভাবে সেটা সম্ভব হয় না। এইসব কারণে ভারতের প্রধানমন্ত্রী একটি লোন যৌজনা নিয়ে এসেছে, যা প্রধানমন্ত্রী মুদ্রা লোন যৌজনা। এর সাহায্যে ব্যবসায়ীদের লোন দেওয়া হয়।
Q. এসবিআই মুদ্রা লোন থেকে কত টাকা লোন নেওয়া যাবে?
Answer: এসবিআই মুদ্রা লোন থেকে একজন ব্যবসায়ী সর্বনিম্ন ৫০ হাজার টাকা লোন নিতে পারবেন। এছাড়া, উপরে কোনো লিমিট নেই।
Q. মুদ্রা লোন অ্যাপ্লাই করার উপায়?
Answer: মুদ্রা লোন অ্যাপ্লাই করার জন্য আবেদনকারীকে মুদ্রা লোনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আমি এই বিষয়ে বিস্তারিত একটা অ্যার্টিকেল লিখেছি। যা আপনি উপরে গিয়ে পড়তে পারেন।
Q. এসবিআই মুদ্রা লোনে সুদের হার কত ?
Answer: এসবিআই মুদ্রা লোনে সুদের হার 10% to 12% যা বার্ষিক হিসাবে নেওয়া হয়।
Important Links – SBI Mudra Loan Online Apply
CB Official | Click Here |
CB Telegram Group | Click Here |
Mudra Loan Website | Click Here |
WB Scholarship News | Click Here |
4 thoughts on “এসবিআই মুদ্রা লোন আবেদন | SBI Mudra Loan Online Apply”