SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে 1438 টি শূন্যপদের নোটিফিকেশন জারি করা হয়েছে। আমি এই অ্যার্টিকেলে SBI Bank Jobs 2022 এর সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি Bank Jobs খুঁজছেন, তাহলে আপনি এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন।
SBI Recruitment 2022 এর নোটিফিকেশনে স্টেট ব্যাঙ্কের 1438 টি শূন্যপদের কর্মি নিয়োগ করার কথা বলা হয়েছে। এখানে আবেদনকারী ব্যক্তিদের আলাদা আলাদা পোস্টে লাগানো হবে। SBI Bank Jobs 2022 এ আবেদন অনলাইনে করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক থেকে অবসর প্রাপ্ত কর্মিদের জন্য SBI Bank Jobs 2022 এর একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। আমি নিচে এসবিআই ব্যাঙ্কে চাকরির আবেদন প্রক্রিয়া, কারা আবেদন করতে পারবেন, কত বয়স থাকতে হবে। এই সবকিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
SBI Recruitment 2022(স্টেট ব্যাঙ্কে চাকরি)
Bank Name | State Bank Of India |
Post Name | Govt. Jobs |
Vacancies | 1438 |
Monthly Salary | ₹25,000 – ₹40,000 |
Apply Mode | Online |
Apply Fees | No |
Age Limit | 58yr to 63yr |
Official Website | Click Here |
SBI Recruitment 2022 Application Fees(স্টেট ব্যাঙ্কে চাকরির ফি)

এসবিআই ব্যাঙ্কে চাকরির জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। এটা সম্পুর্ন ফ্রি একটি প্রক্রিয়া। আপনি যদি আবেদন করতে চান, তাহলে আপনি সম্পুর্ন ফ্রি’তে করতে পারবেন।
এটাও পড়ুন; SBI Mudra Loan: স্টেট ব্যাঙ্ক থেকে মুদ্রা লোন নেওয়ার উপায়। 5 মিনিটে 50 হাজার টাকা
SBI Recruitment 2022 Age Limit(এসবিআই ব্যাঙ্কে চাকরির বয়স লিমিট)
স্টেট ব্যাঙ্ক থেকে যে 1438 টি শূন্যপদের জারি করা হয়েছে, এখানে যেসকল ব্যক্তি আবেদন করতে পারবেন। তাদের বয়স সর্বনিম্ন 58yr থেকে সর্বোচ্চ 63yr এরমধ্যে থাকতে হবে। SBI Recruitment 2022 এ আবেদন করা শুরু হয়েছে 22 ডিসেম্বর 2022 থেকে চালু হয়েছে। যা 10 জানুয়ারি 2023 পর্যন্ত চলবে।
SBI Bank Jobs Vacancy 2023
Post Name | Vacancy |
Collection Facilitator (Clerical Staff) | 498 |
Collection Facilitator (JMGS–I) | 291 |
Collection Facilitator (MMGS-II) | 507 |
Collection Facilitator (MMGS-III) | 142 |
More Information | Click Here |
SBI Recruitment 2022 Selection Process(এসবিআই সিলেকশন প্রক্রিয়া)
SBI Bank Jobs Find 2022: আমরা উপরে জানমাল যে SBI Recruitment 2022 Age Limit, SBI Recruitment 2022 Application Fees সম্পর্কে। এখন জানবো যে কিভাবে সিলেকশন করা হবে। আপনি যদি আবেদন করতে চান, তাহলে নিচের স্টেপ গুলো অনুসরণ করুন।
- Scrutiny of Applications
- Interview (100 Marks)
- Document Verification
- Medical Examination
SBI Recruitment 2022 Pay(এসবিআই কত টাকা বেতন দিবে)
Post Name (Retired From) | Salary (per month) |
Collection Facilitator (Clerical Staff) | ₹25,000 |
Collection Facilitator (JMGS–I) | ₹35,000 |
Collection Facilitator (MMGS-II) | ₹40,000 |
Collection Facilitator (MMGS-III) | ₹40,000 |
How To Apply SBI Bank Jobs 2022(স্টেট ব্যাঙ্কে চাকরির আবেদন প্রক্রিয়া)
আমি নিচে SBI Recruitment 2022 এ আবেদন করার সম্পুর্ন প্রক্রিয়া নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আপনি যদি স্টেট ব্যাঙ্কের 1438 টি পদে আবেদন করতে চান, তাহলে নিচের পয়েন্ট গুলো অনুসরণ করুন –
- সর্বপ্রথম আপনাকে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর, এখানে আপনি Recruitment অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
- এরপর, আপনাকে SBI Recruitment 2022 এ ক্লিক করতে হবে।
- এরপর, আপনাকে Apply Online Option এ ক্লিক করতে হবে।
- এখন আপনার সামনে আবেদন ফর্ম চলে আসবে। এটা সঠিক ভাবে পূরণ করতে হবে।
- এরপর, এখানে চাওয়া সমস্ত কাগজপত্র স্কেন করে আপলোড করতে হবে।
- এরপর, আপনাকে নিজের ছবি এবং সাইন আপলোড করতে হবে।
- এই সবকিছু ঠিকঠাক পূরণ করার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করুন।
- এখন আপনাকে আবেদন শূক্ল পূরণ করতে হবে।
- এরপর, নিচে সাবমিট বটনে ক্লিক করুন এবং আপনি যে সঠিক ভাবে ফর্ম পূরণ করেছেন, সেটা চেক করুন।
- সবশেষে, আপনি একটা প্রিন্ট আউট বের করে নিন, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে।
Conclusion – SBI Recruitment 2022
দর্শক, আমি এই অ্যার্টিকেলে SBI Bank Jobs সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি যদি স্টেট ব্যাঙ্কে চাকরি করতে চান, তাহলে আপনি এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন আসা করছি অনেক কাজে লাগবে। এই অ্যার্টিকেলটি সম্পুর্ন পড়ার পর যদি আপনার মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচের কমেন্ট করে জানাবেন।
আপনি যদি সরকারি চাকরি, সরকারি প্রকল্প, অনলাইনে টাকা ইনকাম করার উপায় জানতে চান, তাহলে আপনি আমার টেলিগ্ৰাম গ্ৰুপ জয়েন করুন। এখানে আমি সময় সময় এই সকল আপড়েট দিয়ে থাকি। এই অ্যার্টিকেলটি সম্পুর্ন পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
Important Links SBI Bank Jobs 2023
CB Official Website | Click Here |
CB Telegram Group | Click Here |
WB Scholarship News | Click Here |
Sbi Official Website | Click Here |
FAQs SBI Recruitment 2022
Q. স্টেট ব্যাঙ্ক রিকুযারমেন্ট ২০২২ লাস্ট ডেট ?
Answer: স্টেট ব্যাঙ্ক রিকুযারমেন্ট ২০২২ লাস্ট ডেট, ১০ জানুয়ারি ২০২৩
Q. কারা স্টেট ব্যাঙ্ক রিকুযারমেন্ট ২০২২ এ আবেদন করতে পারবেন ?
Answer: যেসকল ব্যক্তিরা স্টেট ব্যাঙ্কের চাকরি থেকে অবসর গ্রহণ করেছে, শুরু তারাই এই স্টেট ব্যাঙ্ক রিকুযারমেন্ট ২০২২ এ আবেদন করতে পারবেন।
Q. স্টেট ব্যাঙ্কের চাকরির বেতন কত ?
Answer: স্টেট ব্যাঙ্কের চাকরির বেতন নির্ধারণ করা হয়, চাকরির পোস্ট হিসেবে। এখানে মার্সিক বেতন দেওয়া হবে ২৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত।
1 thought on “SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্কে 1438 টি শূন্যপদ, আবেদন করুন।”