SSC CGL: স্টাফ সেলেক্টসন কমিশনের পক্ষ থেকে পেল কম্বাইন্ড গ্ৰ্যাজুয়েট লেভেল Tair 2 এর পরীক্ষার তারিখ প্রকাশিত করা হয়েছে। আপনি যদি SSC CGL পরীক্ষার জন্য প্রস্তুতি করছেন, তাহলে আপনি এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন। আজকের এই অ্যার্টিকেলে আমি SSC CGL Tair 2 পরীক্ষার তারিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
SSC CGL Tair 2: এরপক্ষ থেকে জানানো হয়েছে, SSC CGL Tair ii পরীক্ষা মার্চ মাসের ২ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে আয়োজিত হবে। আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আপনি SSC CGL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন দেখতে পারেন।
SSC CGL | এসএসসি সিজিএল
SSC (স্টাফ সিলেক্টশন কমিশন) এরপক্ষ থেকে SSC CGL Tair 2 পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। মার্চ মাসে ২ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে আয়োজিত হবে। এই SSC CGL Tair 2 (এসএসসি সিজিএল) পরীক্ষাটি দুটি পর্বে আয়োজিত হবে। এর মধ্যে প্রথম পর্বটি শুরু হবে – সকাল ৯টা থেকে এবং দ্বিতীয় পর্বটি শুরু হবে, দুপুর ২টা থেকে।
SSC CGL পরীক্ষার তারিখ এবং সময় ?
SSC (স্টাফ সিলেক্টশন কমিশন) এরপক্ষ থেকে SSC CGL Tair 2 পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। মার্চ মাসে ২ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে আয়োজিত হবে। এই পরীক্ষাটি দুটি পর্বে সম্পুর্ন করা হবে। SSC CGL Tair 2 পরীক্ষার প্রথম পেপারের পরীক্ষাটি মার্চের ২,৩,৬,৭ তারিখের মধ্যে আয়োজিত হবে।
SSC CGL Tair 2 পরীক্ষার প্রথম পেপারের পরীক্ষাটি দুটি শিফটে নেওয়া হবে। যার প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। আর দ্বিতীয় শিফটের প্রথম পেপারের পরীক্ষা দুপুর ২টা থেকে ২টা ৪০মিনিট পর্যন্ত চলবে। এখানে পরীক্ষার সময় দেওয়া হবে ৪০ মিনিট।
Related Post – SSC GD Results 2023 | এসএসসি জিডি রেজাল্ট ২০২৩ – @ssc.nic.in
Related Post – ২০২৩ সালের এসএসসি পরীক্ষার তারিখ | SSC GD Exam 2023 Dates
SSC CGL Tair 2 এর পেপার দ্বিতীয় এবং পেপার তৃতীয় আয়োজিত মার্চের ৪ তারিখের নাগাদ। এখানে পরীক্ষার জন্য সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি এই SSC CGL Tair 2 Exam এর পেপার দ্বিতীয় এবং পেপার তৃতীয় পরীক্ষার জন্য ২ ঘন্টা সময় পাবেন।
প্রথম শিফটের দ্বিতীয় পেপারের পরীক্ষা শুরু হবে, সকাল ৯টা থেকে আর চলবে দুপুর ১১টা পর্যন্ত। আর দ্বিতীয় শিফটের তৃতীয় পেপারের পরীক্ষা শুরু হবে – দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।এছাড়াও, আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আপনি SSC CGL এর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।

Download SSC CGL Tair 2 Admit Card 2023
- সর্বপ্রথম আপনি SSC CGL এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসুন – লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
- এখানে আসার পর আপনি Homepage এ চলে আসুন।
- এখানে আপনি “Admit Card” অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
- এখানে আপনি “SSC CGL Tair 2 Admit Card 2023” অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।
- এখন আপনাকে Roll No/Registration ID, Date Of Birth & Password বসিয়ে লগইন করতে হবে, SSC Portal এ।
- এখন আপনাকে নিজের এরিয়া/শহর সিলেক্ট করতে হবে।
- এখন আপনার সামনে “SSC CGL Tair 2 Admit Card 2023” চলে আসবে
- আপনি এটাকে ডাউনলোড করুন এবং প্রিন্ট আউট করে নিন।
SSC CGL Tair 2 পরীক্ষায় কি কি ডকোমেন্স নিয়ে যেতে হবে ?
SSC CGL Tair 2 পরীক্ষায় সময় যে ডকোমেন্ট গুলো আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আমি নিচে স্টেপ বাই স্টেপ সবগুলো পয়েন্ট উল্লেখ করেছি। (এখানে যে ডকোমেন্টগুলো নিয়ে আসবেন, সবগুলো অরিজিনাল হতে হবে)
- Admit Card
- Aadhaar Card
- Pan Card
- Voter ID Card
- Driving Licence
- Passport
- Other I’d Proof Issued By Govt
Join Telegram Group – Click Here
Coclusion Of SSC CGL Tair 2
আজকের এই আর্টিকেল এ আমি SSC CGL Tair 2 exam সম্পকে বিস্তারিত আলোচনা করলাম | আপনি যদি এই বছর SSC CGL Tair 2 Exam দিতে চান, তাহলে এই আর্টিকেল টি আপনার জন্য অনেক কাজে আসবে | আমি এখানে “SSC CGL পরীক্ষার তারিখ এবং সময়, Download SSC CGL Tair 2 Admit Card 2023, SSC CGL Tair 2 পরীক্ষায় কি কি ডকোমেন্স নিয়ে যেতে হবে” সম্পকে বিস্তারিত আলোচনা করেছি |
আমার এই আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি একটা শেয়ার করবেন – ফেসবুক, whatsapp এ | এছারাও, আপনি আমার telegram গ্রুপ জয়েন করেত পারবেন |