State Bank Of India New Vacancy 2023: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে নতুন ভেকেন্সি নিয়ে এসেছে | স্টেট ব্যাংক যে ভেকেন্সি নিয়ে এসেছে, এখানে ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ এবং আরো অনেক পদে কর্মী নিয়োগের কথা প্রকাশ করেছেন | আমি আজকের এই আর্টিকেল এ “State Bank New Vacancy 2023” সম্পকে বিস্তারিত আলোচনা করবো |
“State Bank Vacancy 2023” তে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন | আপনিও স্টেট ব্যাংকের এই ভেকেন্সি তে আবেদন করতে পারবেন | স্টেট ব্যাংক এ চাকরির আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য় নিচে আলোচনা করা হয়েছে |
Highlight Points

State Bank Of India New Vacancy 2023
- Employment No- CRPD/SCO/2022-23/34
- পদের নাম – Manager(Retail Products)
- মোট ভেকেন্সি – 5টি (ur- 4 and obc- 1)
- শিক্ষাগত যোগ্যতা – যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBA সহ Retail Banking -এ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন – পে লেভেল অনুসারে 63,850 টাকা থেকে 78,230 টাকা পর্যন্ত হতে পারে |
- বয়স – আবেদনকারীর বয়স 31 ডিসেম্ব 2022 অনুসারে 28 বছর থেকে 38 বছর এর মধ্যে হতে হবে |
State Bank New Vacancy 2023
- পদের নাম – Faculty
- মোট ভেকেন্সি – 2টি
- শিক্ষাগত যোগ্যতা – যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন |
- বয়স – আবেদনকারীর বয়স 28 বছর থেকে 55 বছর এর মধ্যে হতে হবে, 31 ডিসেম্ব 2022 অনুসারে |
- বেতন – পে লেভেল অনুসারে বছরে 25-40 লাখ টাকা পর্যন্ত হতে পারে |
State Bank New Vacancy 2023
- পদের নাম – Faculty
- মোট ভেকেন্সি – 1টি
- শিক্ষাগত যোগ্যতা – যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Statistics/ Mathematics/ Economics বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন
- বয়স – আবেদনকারীর বয়স 25 বছর থেকে 35 বছর এর মধ্যে হতে হবে, 31 ডিসেম্ব 2022 অনুসারে |
- বেতন – পে লেভেল অনুসারে বছরে 15-20 লাখ টাকা পর্যন্ত হতে পারে |
State Bank Of India New Vacancy 2023 Overview
Post Tittle | State Bank Of India New Vacancy 2023 |
Post Catagory | Jobs |
Total Vacancy | 8 |
Apply Date | 15th March 2023 |
Salery | Rs63,000 To Rs78,500 |
Qulifitation | Graduation Or MBA |
Age Limit | 25yr To 55Yr |
Official Website | Click Here |
State Bank Vacancy 2023 আবেদন প্রক্রিয়া
আপনি যদি “State Bank Of India New Vacancy 2023” পদে আবেদন করতে চান, তাহলে আপনাকে অনলাইন আবেদন করতে হবে | আম এই আর্টিকেল এই নিচে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর অফিসিয়াল লিংক দিয়েছি | আপনি নিচের লিংকে ক্লিক করে আবেদন করেত পারবেন |
Related Post – Bandhan Bank New Vacancy 2023 – Apply Now
আবেদন করার আগে আবেদনকারীকে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করতে হবে | তারপর, আপনাকে নিজের ইমেইল এড্রেস, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা হিসাবে সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
তাহলেই আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভেকেন্সি ২০২৩ এ আবেদন করা হয়ে যাবে | আপনি যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান, তাহলে আপনি আমার Telegram Group Join করতে পারেন | আমি এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভেকেন্সি ২০২৩ এ আবেদন করার সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করেছি |
Join Telegram Group – ক্লিক করুন |
State Bank Of India New Vacancy 2023 আবেদন ফি ?
স্টেট ব্যাংক ভেকেন্সি ২০২৩ এ আবেদন করার জন্য আবেদন ফি রাখা হয়েছে | আপনি যদি Unreserved প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার আবেদন ফি ৭০০ টাকা লাগবে | কিন্তু, আপনি যদি sc/st/pwd প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার আবেদন ফিN লাগবে না |
Related Post – SSC GD RESULTS 2023
আপনি স্টেট ব্যাংক ভেকেন্সি ২০২৩ এ আবেদন ফি Net Banking, Cradit Card, Debit Card এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন |
State Bank Of India New Vacancy 2023 আবেদন করার ডেট ?
স্টেট ব্যাংক ভেকেন্সি ২০২৩ এ আবেদন করার জন্য আবেদনকারীকে ১৫ মার্চ ২০২৩ এর আবেদন করতে হবে |
State Bank Of India New Vacancy 2023 নিয়োগ পদ্ধতি ?
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Conclution Of State Bank Of India New Vacancy 2023
দর্শক, আজকের এই আর্টিকেল এ আমি স্টেট ব্যাংক এ ভেকেন্সি সম্পকে কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম | আপনি যদি স্টেট ব্যাংকের চাকরির জন্য আবেদন করতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার অনেক কাজে আসবে |
আপনি যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান, তাহলে আপনি আমার telegram group join করতে পারেন | আমি এখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি |
এই পোস্টটি সম্পূর্ণ পড়ার পর যদি ভালো লাগে তাহলে, আপনি আপনার বন্দুদের সঙ্গে পোস্টটি শেযার করবেন |