আমরা অনেকেই মোবাইলে ট্রেনের টিকেট বুকিং করার উপায় জানতে চাই। আমি আজকের আলোচনাতে মোবাইলে ট্রেনের টিকেট বুকিং করার উপায় | Online Train Ticket Booking Mobile App | IRCTC Account তৈরি করার উপায় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি নিজের মোবাইল থেকে ট্রেনের টিকিট কাটতে চান, তাহলে এই অ্যাটিকেল সম্পুর্ন পড়ুন, তাহলে আপনি নিজেই Online Train Ticket Booking করতে পারবেন।
আজকের সময় প্রায় সবাই ট্রেনে ভ্রমন করেন। যার কারনে আমাদের ট্রেনের টিকিট বুকিং করতে হয়। আমরা ট্রেনের টিকিট বুকিং করার জন্য যখন কোনো IRCTC Agant এর কাছে যাই তখন আমাদের টিকিটের দামের থেকে ৫০/১০০ বেশি টাকা দিয়ে টিকিট বুকিং করতে হয়। কিন্তু, আর ৫০ বা ১০০ বেশি টাকা দিয়ে টিকিট বুকিং করতে হবে না। আপনি নিজেই মোবাইলে ট্রেনের টিকেট বুকিং করতে পারবেন। বর্তমান সময়ে সবার কাছেই মোবাইল আছে আর সবাই ইন্টারনেট ব্যবহার করেন। আপনি নিজের মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার করেই নিজের বা অন্যের জন্য মোবাইলে ট্রেনের টিকেট বুকিং করতে পারবেন।
আরো পড়ুন;
Best 5 Online Money Earning Games 2022
Flipkart Seller Account বানিয়ে লাখ টাকা ইনকাম করুন

মোবাইলে ট্রেনের টিকিট বুকিং করার জন্য কি লাগবে ?
আপনি যদি মোবাইলে ট্রেনের টিকিট বুকিং করতে চান, তাহলে আপনার বিশেষ কোনো জিনিসের বা অভিঙ্গতার প্রয়োজন হবে না। সামান্য কিছু উপায়ে আপনি এটা করতে পারবেন। যেমন –
১/ আপনার একটা মোবাইল থাকতে হবে। ২/ আপনার একটা ব্যাঙ্গ অ্যাকাউন্ট থাকতে হবে এবং এখানে টিকিট কাটার টাকা থাকতে হবে। ৩/ IRCTC Account থাকতে হবে।এইসব থাকলেই আপনি অনায়াসে মোবাইলে ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন।
মোবাইল দিয়ে IRCTC Account তৈরি করার উপায় ?
আপনি যদি নিজেই মোবাইলে ট্রেনের টিকিট বুকিং করতে চান, তাহলে আপনাকে প্রথমে IRCTC Account তৈরি করতে হবে। আমি আজকে বলবো যে মোবাইল দিয়ে IRCTC Account তৈরি করার উপায় কি ? আপনি যদি IRCTC Account তৈরি করতে চান তাহলে সঙ্গে থাকুন। এখানে একটা কথা হচ্ছে, আপনি IRCTC Account অনলাইনে তৈরি করতে পারবেন IRCTC Account Official Website থেকে অথবা, আপনি IRCTC Mobile App ব্যবহার করেও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অনলাইন বা অ্যাপ দুটো জায়গাতেই একি উপায়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি এখানে সবচেয়ে সহজ উপায়ে অ্যাপের সাহায্যে আইআরসিটিসি অ্যাকাউন্ট তৈরি সমন্ধে আলোচনা করবো।

• প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে IRCTC Mobile App ডাউনলোড করে নিন।
• এরপর, App টাকে ওপেন করুন।
• এখানে আপনি IRCTC Account Login অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।
• এখন আপনার সামনে একটা ফর্ম চলে আসবে সেটা পূরণ করুন এবং আগে করুন।
• এরপর, আপনার মোবাইল এবং ইমেইল এড্রেস ভেরিফাই করা হবে। এবং সেখানে একটা OTP পাঠানো হবে সেই OTP ভেরিফাই করলেই, আপনার IRCTC Account Create হয়ে যাবে।
IRCTC Account Login করার উপায় ?
আপনি যদি আইআরসিটিসি অ্যাপের সাহায্যে মোবাইলে ট্রেনের টিকেট বুকিং করতে চান, তাহলে আপনাকে আইআরসিটিসি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি যদি অ্যাকাউন্ট তৈরি সমন্ধে না জানেন তাহলে প্রথম থেকে পড়ুন। এখন কথা হচ্ছে IRCTC Account Login করার উপায় কি ? IRCTC Account Login করার জন্য আপনার User ID এবং Password প্রয়োজন হবে। আপনি আইআরসিটিসি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে User ID এবং Password দিয়ে ছিলেন সেটা এখানে বসিয়ে দিন । এরপর, আপনি Login And Booking With OTP অথবা Captcha Code অপশন বেছে নিতে পারেন। এরপর, Login অপশন ক্লিক করুন, তাহলে আপনি আইআরসিটিসি অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারবেন।
IRCTC App থেকে মোবাইলে ট্রেনের টিকিট বুকিং করার উপায় ?
আপনি যদি ট্রেনে ভ্রমন করেন, তাহলে আপনার IRCTC App থেকে মোবাইলে ট্রেনের টিকিট বুকিং করার উপায় জানা খুবই জরুরি। কারণ আপনি যদি কোনো কোম্পিউটার দোকানে ট্রেনের টিকিট বুকিং করতে যান, সেখানে আপনার থেকে ৫০ বা ১০০ টাকা বেশি নেওয়া হয়, যা সবাই নেবে। আপনি যদি এই ৫০ বা ১০০ টাকা বেশি দিতে না চান তাহলে আপনাকে মোবাইল অ্যাপ আইআরসিটিসি থেকে মোবাইলে টিকিট বুকিং করতে হবে। যা আজকের আলোচনাতে আমি বিস্তারিত ভাবে আলোচনা করবো।
• প্রথমে আপনাকে IRCTC Account তৈরি হবে।
• এরপর, আপনাকে IRCTC User ID এবং Password বসিয়ে IRCTC Account Login করতে হবে।
• এখন প্রথমে আপনাকে Train অপশনে ক্লিক করতে হবে।
• এখন Book Ticket অপশনে ক্লিক করুন।
• এরপর, আপনি From And To বসাতে হবে। (From এ আপনি কোন জায়গায় ট্রেনে চড়বেন সেটা এবং To এ আপনি কোথায় যাবেন সেটা বসাতে হবে)।
• এরপর, সবকিছু একি রাখুন, শুধু Departure Date এ ক্লিক করুন এবং যে তারিখে টিকিট বুকিং করবেন, সেটা বেছে নিতে হবে।
• এরপর, Search Train এ ক্লিক করুন।
• এখানে আপনার সামনে সব ট্রেন চলে আসবে। আপনার পছন্দের ট্রেন বেছে নিন, এবং কোন টিকিট বুকিং করবেন সেটাও বেছে নিন। যেমন – 2S, SL, AC 3A, 2A
• টিকিট সিলেক্ট করার পর, টিকিটের দাম নিচে দেখতে পাবেন।
• এখন আপনি Passanger Details অপশনে ক্লিক করুন।
• এখানে আপনাকে Passanger Name বসাতে হবে Add Passanger অপশন থেকে।
• নিজের আপনার মোবাইল এবং ইমেইল এড্রেস দেখতে পাবেন, চাইলে পরিবর্তন করতে পারবেন।
• এরপর, আর কিছুই পরিবর্তন করবেন না, আপনি চাইলে Ticket Cancellation Fee দিতে পারেন বা নাও দিতে পারেন।
• এরপর, আপনি Life Insurance নিতে পারবেন অথবা নাও নিতে পারেন।
• এখন আপনাকে Payment করতে হবে। আপনি পেমেন্ট করলেই আপনার টিকিট বুকিং হয়ে যাবে এবং আপনার মোবাইল নাম্বারে এবং ইমেইল এড্রেস এ মেসেজ চলে আসবে। এছাড়া আপনি এখানে My Booking অপশন থেকে নিজের টিকিট দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।
Train Ticket Cancellation Charge কত ?
আপনি যদি ট্রেন ছাড়ার 24 ঘন্টার মধ্যে Ticket Cancel করেন, তাহলে আপনার কোন ক্লাসের জন্য কত টাকা কাটা যাবে, তা নিচে আলোচনা করা হয়েছে –
• ফার্স্ট / এক্সিকিউটিভ ক্লাসের জন্য 240 টাকা।
• এসি 2 টিয়ার / ফার্স্ট ক্লাসের জন্য 200 টাকা।
• এসি 3 টিয়ার / এসি চিয়ার কার / এসি 3 ইকোনমির জন্য 180 টাকা ।
• স্লিপারের জন্য 120 টাকা এবং দ্বিতীয় শ্রেনির জন্য 80 টাকা।আসা করি আপনি বুঝতে পেরেছেন যে কোন ক্লাসের টিকিট ক্যানসেল করার জন্য কত টাকা কেটে নেওয়া হয়।
IRCTC Castomar Care Number.
আপনি নিজের যেকোনো সমস্যার জন্য IRCTC Castomar Care Number এ কল করতে পারবেন। যেমন ট্রেনের সমন্ধে জানান জন্য, টিকিট সমন্ধে জানার জন্য, IRCTC Account সমন্ধে জানার জন্য কল করতে পারবেন। IRCTC Castomar Care Number হল – 14646 OR 0755-6610661 / 0755-4090600 And 139 Complain Number.
Online Train Ticket Booking FAQs.
Q. Online Train Ticket Booking Best App 2022.
Ans: Online Train Ticket Booking Best App – • IRCTC App • ixigo • ComfirmTKT • redRail • MakeMyTrip
Q. Train Ticket Cancellation Charges.
Ans: • ফার্স্ট / এক্সিকিউটিভ ক্লাসের জন্য 240 টাকা। • এসি 2 টিয়ার / ফার্স্ট ক্লাসের জন্য 200 টাকা। • এসি 3 টিয়ার / এসি চিয়ার কার / এসি 3 ইকোনমির জন্য 180 টাকা । • স্লিপারের জন্য 120 টাকা এবং দ্বিতীয় শ্রেনির জন্য 80 টাকা।
Q. IRCTC Castomar Care Contect Number.
Ans: IRCTC Castomar Care Number – 14646 OR 0755-6610661 / 0755-4090600 (Language: Hindi and English)
Q. IRCTC Customer Care number just dial near Balurghat, West Bengal.
Ans: আপনি যদি Balurghat এর IRCTC Customer Care number জানতে চান, তাহলে আপনার জেনে রাখা ভালো যে Balurghat এর জন্য আলাদা কোনো IRCTC Customer Care number নেই। IRCTC Customer Care number হল – 14646 OR 0755-6610661 / 0755-4090600 এবং 139 হল Complain Number.
Latest Posts ❤️
- RO Exchange Offers – canbebangali.com
- Vivo Drone Camera Phone Lounch Date – canbebangali
- Pubg Mobile 1.4.0 Apk Download Pavan
- bangla web series download website | বাংলা ওয়েব সিরিজ ডাউনলোড় ওয়েবসাইট
- ৩ পাত্তি পেটিএম ক্যাস গেম | 3 Patti Paytm Cash – canbebangali
4 thoughts on “মোবাইলে ট্রেনের টিকেট বুকিং করার উপায় | Online Train Ticket Booking Mobile App | অনলাইনে ট্রেনের টিকেট বুকিং মোবাইল দিয়ে – Canbebangali”