উৎকর্ষ বাংলা প্রকল্প: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার বেকারত্ব দূর করার জন্য “উৎকর্ষ বাংলা” নামে একটি প্রকল্প নিয়ে এসেছে। আজকে আমি উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদন অনলাইনে(utkarsh bangla prakalpa Recruitment 2022-23) বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
লকড়াউনের কারনে পশ্চিমবঙ্গের কলকারখানা অবস্থা খুব একটা সুবিধার ছিল না। কিন্তু সময়ে সাথে ধীরে ধীরে সবকিছু আবার আগের মতো হচ্ছে। যার কারণে কলকারখানাগুলোতে লোকের প্রয়োজন হচ্ছে। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের কলকারখানাগুলোতে প্রায় ৩০ হাজার কর্মচারী দরকার(utkarsh bangla prakalpa Recruitment 2022-23) কিন্তু একমোটে এত লোককে প্রশিক্ষণ দেওয়া অনেক কষ্টকর।
এইজন্য পশ্চিমবঙ্গ সরকার “উৎকর্ষ বাংলা” নামে এই নতুন প্রকল্প নিয়ে এসেছে। এই “উৎকর্ষ বাংলা” প্রকল্পের সাহায্যে আবেদনকারীদের প্রথমে ৪০০ থেকে ১২০০ ঘন্টার একটা ট্রেনিং করানো হবে। যাতে তারা সঠিক ভাবে কাজ করে পারে। কিন্তু, এরজন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে (utkarsh bangla prakalpa Recruitment)আপনি যদি এই “উৎকর্ষ বাংলা” প্রকল্পে আবেদন করতে চান, তাহলে আপনি এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন, আমি উৎকর্ষ বাংলা প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবো।

উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদন অনলাইনে(utkarsh bangla prakalpa Recruitment 2022-23)
- প্রথমে আপনি গুগল ক্সোম ওপেন করুন এবং সার্চ করুন – https://www.pbssd.gov.in/
- এখানে আসার পর নিচে Placement Drive এ ক্লিক করুন।
- এর পরের পেজে আপনি View অপশনে ক্লিক করে দেখতে পাবেন,যে কোনো রাজ্যে নিয়োগ চলছে। এরজন্য আপনার ট্রেনিং কোড়ের দরকার হবে।
- ট্রেনিং কোড় পাওয়া জন্য উপরে Traning Calendar এ ক্লিক করুন।
- এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম চলে আসবে, নিজের জেলার পাশেView অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।
- এরপর, নতুন পেজ খুলবে। এখানে আপনি কোন কোর্স করতে চান,সেটা সিলেক্ট করুন এবং Register এ ক্লিক করুন। এরপর, নিজের নাম, ঠিকানা, সবকিছু ঠিকঠাক বসিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
এই সামান্য স্টেপ অনুসরণ করে আপনি উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদন করতে পারবেন। আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান তাহলে আপনি নিজেই ট্রেনিং সেন্টারে কল করতে পারেন। ট্রেনিং সেন্টারে নাম্বার আপনি আবেদন করার সময় পেয়ে যাবেন।
প্রকল্পের নাম | উৎকর্ষ বাংলা |
প্রতিষ্ঠাতা | পশ্চিমবঙ্গ সরকার |
উদ্দেশ্য | সরকারি এবং বেসরকারি চাকরিতে নিয়োগ |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
শূন্য পদ | ৩০ হাজার |
আবেদনের তারিখ | ২৭-০৭-২০২২ থেকে শুরু হচ্ছে। |
লাস্ট তারিখ | এখনো প্রকাশিত হয়নি। |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.pbssd.gov.in/ |
টেলিগ্ৰাম গ্ৰুপ | ক্লিক করুন |
ওয়েবসাইট | ক্লিক করুন |
উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রয়োজনীয় ডকুমেন্টস(utkarsh bangla prakalpa Recruitment 2022-23)
- একাডেমিক মার্কসিট বা সার্টিফিকেট
- পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে প্রমানপত্র (আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেকোনো একটা)
- আধার কার্ড
- বয়সের প্রমানপত্র
- পাসপোর্ট সাইজের ফটো
উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদন করার শেষ তারিখ(utkarsh bangla prakalpa apply last date)
উৎকর্ষ বাংলা প্রকল্পে ইতিমধ্যেই অনলাইনে আবেদন করা শুরু হয়েগেছে – ২৭-০৭-২০২২ থেকে আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান, তাহলে দেরি না করে এখনি আবেদন করে নিন। কিন্তু উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদন করার শেষ তারিখ এখনো প্রকাশিত হয়নি।
ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন 2022-23 | Aikyashree Scholarship 2022-23 Online-apply In Bengali
উৎকর্ষ বাংলা প্রকল্পে কত লোকের প্রয়োজন (utkarsh bangla prakalpa Recruitment 2022-23)
উৎকর্ষ বাংলা প্রকল্পে আপনি পশ্চিমবঙ্গের সমস্ত কলকারখানার কাজের সুবিধা আপনি এখানে পাবেন। কিন্তু, বর্তমান সময়ে ৩০ হাজার কর্মচারীর প্রয়োজন বলে জানা যাচ্ছে।
উৎকর্ষ বাংলা প্রকল্পে শিক্ষাগত যোগ্যতা ?
আপনি যদি উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে চাকরি করতে চান তাহলে আপনার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে উৎকর্ষ বাংলার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখতে পারেন।
এখানে নূন্যতম যোগ্যতা থেকে উচ্চতম যোগ্যতা সবাই এখানে আবেদন করতে পারবেন। কিন্তু, যারা উৎকর্ষ বাংলা থেকে ট্রেনিং নিয়েছেন, এবং যারা ITU বা পলিটেকনিক কোর্স করেছেন,তাদের জন্য বিশেষ সুবিধা আছে।
Paytm থেকে টাকা ইনকাম করার উপায় | How To Earn Money On Paytm App in Bangla – Canbebangali
Advertisement
কি চাকরি দেওয়া হবে উৎকর্ষ বাংলা প্রকল্প থেকে ?
এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার কাজে লাগানো হবে। কর্মচারীদের যাতে এইসব কাজে সমস্যা না হয় এই কারণে প্রথমে ট্রেনিং করানো হবে। এরপর, আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে বিভিন্ন কাজে লাগানো হবে। যেমন- গ্ৰুপ ডি, গ্ৰুপ সি, DEO, MTS, Banking Sector ইত্যাদি।
Frequently Asked Questions.
উৎকর্ষ বাংলা প্রকল্প কবে চালু হবে?
উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদন করা শুরু হয়েছে – 27-07-2022 থেকে কিন্তু, এর লাস্ট ডেট এখনো প্রকাশিত হয়নি।
উৎকর্ষ বাংলা প্রকল্পে কি কাজ করতে পারবেন ?
এই প্রকল্পের আওতায় আবেদনকারীদের গাড়ি চালানো, সেলাই, ইলেকট্রেশিয়ান, বিউটিসাইন কোর্স, নার্সিং ট্রেনিং আরো অনেক কিছু শেখানো হবে।
উৎকর্ষ বাংলা প্রকল্প কি ?
২০১৬ সালের ১৬ই ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেকারত্বের কথা মাথায় রেখে একটি কর্মসংস্থার কথা প্রকাশিত করে। যার মাধ্যমে প্রথমে ফ্রিতে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং শেষ হলে চাকরি দেওয়া হবে। এর নাম দেওয়া হয় – উৎকর্ষ বাংলা প্রকল্প।
- RO Exchange Offers – canbebangali.com
- Vivo Drone Camera Phone Lounch Date – canbebangali
- Pubg Mobile 1.4.0 Apk Download Pavan
- bangla web series download website | বাংলা ওয়েব সিরিজ ডাউনলোড় ওয়েবসাইট
- ৩ পাত্তি পেটিএম ক্যাস গেম | 3 Patti Paytm Cash – canbebangali
উৎকর্ষ বাংলা প্রকল্প: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার বেকারত্ব দূর করার জন্য “উৎকর্ষ বাংলা” নামে একটি প্রকল্প নিয়ে এসেছে। আজকে আমি উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদন অনলাইনে(utkarsh bangla prakalpa Recruitment 2022-23) বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদন অনলাইনে | utkarsh bangla prakalpa Recruitment 2022-23
উৎকর্ষ বাংলা প্রকল্প: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার বেকারত্ব দূর করার জন্য “উৎকর্ষ বাংলা” নামে একটি প্রকল্প নিয়ে এসেছে। আজকে আমি উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদন অনলাইনে(utkarsh bangla prakalpa Recruitment 2022-23) বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
1 thought on “উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদন অনলাইনে | utkarsh bangla prakalpa Recruitment 2022-23”