WBCS ২০২৩ নোটিফিকেশন (WBSC 2023 Notification): বন্ধুরা, আপনার যারা WBCS 2023 Notification নিয়ে চিন্তায় ছিলেন, তাহলে জন্য বিশাল সুখবর। যারা চিন্তায় ছিলেন, WBCS ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হবে, বা WBSC ২০২৩ নোটিফিকেশন কবে আসবে।
WBPSC (ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন) WBSC 2023 এর শর্ট নোটিফিকেশন জারি করেছে। আজকের এই অ্যার্টিকেলে আমি WBCS ২০২৩ নোটিফিকেশন (WBSC 2023 Notification) সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আপনি অবশ্যই নিচের পয়েন্টগুলো অনুসরণ করুন।
Highlights Points 👇
WBCS ২০২৩ নোটিফিকেশন | WBSC 2023 Notification
WBPSC (ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন) WBSC 2023 এর শর্ট নোটিফিকেশন জারি করেছে। এই “WBCS ২০২৩ নোটিফিকেশন | WBSC Notification” এ WBCS 2023 এর ফর্ম ফিলাপ করে থেকে শুরু হবে এবং WBCS 2023 এর ফর্ম ফিলাপ করার লাস্ট তারিখ কত । এই সবকিছু WBCS ২০২৩ নোটিফিকেশন | WBSC Notification এ উল্লেখ করা হয়েছে।

এটাও পড়ুন 👉 এসিআই ব্যাংকে কর্মি নিয়োগ আবেদন প্রক্রিয়া দেখে নিন।
আমি নিচে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করেছি। যেখানে WBCS 2023 এ ফর্ম ফিলাপ করার যৌগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সবকিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে।
WBCS ২০২৩ নোটিফিকেশন (WBSC Notification 2023) Overview
Post Tittle | WBSC 2023 Notification |
Post Category | Jobs |
Qualification | Graduation Pass |
Age Limit | 20yr to 32yr |
Apply Prosess | Online |
Apply Date | 28th February 2023 |
Last Date | 21th March 2023 |
Official Website | Click Here |
WBSC Telegram Group | Click Here |
WBCS ২০২৩ নোটিফিকেশন (WBSC 2023 Notification) শিক্ষাগত যোগ্যতা
WBSC শিক্ষাগত যোগ্যতা: WBSC তে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বিশেষ বড়ো একটা সমস্যা নয়। যে ব্যক্তি WBSC 2023 এ আবেদন করবেন, তাকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। এছাড়াও, আবেদনকারীকে ভারতীয় বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে জানতে হবে।
Related Post – বন্ধন ব্যাংক ভেকেন্সি ২০২৩
WBCS ২০২৩ নোটিফিকেশন (WBSC Notification) পদের নাম ?
WBCS পরীক্ষা (WBCS Exam) এর মাধ্যমে একাধিক পদে অফিসার নিয়োগ করা হয়ে থাকে। কিন্তু, এই নিয়োগের মধ্যে কিছু গ্ৰুপ হিসাবে অফিসার নিয়োগ করা হয়ে থাকে। যেমন – Group-A, Group-B, Group-C, Group-D.
উপরের এই গ্ৰুপগুলোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যা আমি নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আপনি WBSC 2023 Apply করার আগে অবশ্যই নিয়মগুলো অনুসরণ করুন।
WBCS ২০২৩ নোটিফিকেশন (WBSC 2023 Notification) বয়সসীমা ?
- Group-A এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৬ বছর।
- Group-B এর ক্ষেত্রে ২০ বছর থেকে ৩৬ বছর।
- Group-C এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৬ বছর।
- Group-D এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৯ বছর।
WBCS ২০২৩ নোটিফিকেশন (WBSC 2023 Notification) নিয়োগ পদ্ধতি ?
WBCS তে আপনি যদি আবেদন করে থাকেন, তাহলে আপনাকে তিনটি স্টেপের মাধ্যমে নিয়োগ করা হবে। আমি নিচে WBCS নিয়োগ পদ্ধতি আলোচনা করেছি।
- প্রিলিমিনারি পরীক্ষা
- মেন পরীক্ষা
- ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট
WBCS ২০২৩ নোটিফিকেশন (WBSC 2023 Notification) আবেদন পদ্ধতি ?
WBSC 2023 ফর্ম ফিলাপ বা আবেদন করার জন্য আপনাকে WBSC এর অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নামে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর, আপনি যেকোনো পদের জন্য আবেদন করতে পারবেন।
আপনি যদি WBSC Registration সম্পর্কে জানতে চান, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও, যদি এই অ্যার্টিকেল সম্পর্কে আরো যদি বিস্তারিত তথ্যের জন্য আমার টেলিগ্ৰাম গ্ৰুপ জয়েন করুন।
WBCS ২০২৩ নোটিফিকেশন (WBSC 2023 Notification) আবেদনের লাস্ট ডেট ?
WBCS ২০২৩ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে – ২২শে ফেব্রুয়ারি ২০২৩ । এখানে WBCS ২০২৩ এ ফর্ম ফিলাপ করার তারিখ উল্লেখ করা হয়েছে।
আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ থেকে WBCS ২০২৩ ফর্ম ফিলাপ শুরু হবে। যা ২১শে মার্চ ২০২৩ পর্যন্ত চলবে। আপনি যদি আবেদন করতে চান, তাহলে এখনি প্রস্তুতি নিয়ে নিন।
Conclusion Of WBSC Exam 2023
বন্ধুরা, আজকের এই অ্যার্টিকেলে আমি WBCS 2023 এ ফর্ম ফিলাপ করার যৌগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সবকিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। এছাড়াও আপনি যদি আরো কিছু জানতে চান, তাহলে নিচে কমেন্ট করতে পারেন।
FAQs. WBSC Exam 2023
প্রশ্ন: WBSC ২০২৩ ফর্ম ফিলাপ করে থেকে শুরু হবে ?
উত্তর: WBSC ২০২৩ ফর্ম ফিলাপ – আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ থেকে WBCS ২০২৩ ফর্ম ফিলাপ শুরু হবে। যা ২১শে মার্চ ২০২৩ পর্যন্ত চলবে।
প্রশ্ন: WBSC ২০২৩ ফর্ম ফিলাপ করার লাস্ট ডেট ?
উত্তর: ২১শে মার্চ ২০২৩