ব্যাংক অফ বরোদা থেকে ই-মুদ্রা লোন নেওয়ার উপায় | Bank Of Baroda E-Mudra Loan Apply 2023

Image - Google

Post - Santosh Barman

আপনি যদি Bank Of Baroda E-Mudra Loan নিতে চান, তাহলে এই অ্যাটিকেলটি আপনার অনেক সাহায্য করবে।

আগে পড়ুন 

ব্যাংক অফ বরোদা থেকে ই-মুদ্রা লোন নেওয়ার উপায়

ব্যাংক অফ বরোদা এর দ্বারা দেওয়া এই ই-মুদ্রা লোন PMMY এর অন্তঘুক্ত। আপনি Bank Of Baroda E-Mudra Loan এর পক্ষ থেকে ৫০,০০০ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত মুদ্রা লোন নিতে পারবেন। এটা আপনার ব্যবসার উপর নির্ভর করবে। 

E-Mudra Loan কী( ই-মুদ্রা লোন কি)

এই E-Mudra Loan( ই-মুদ্রা লোন) PMMY(প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা) এর অধীনে আয়োজিত করা হয়েছে। এই প্রকল্প নিয়ে আসেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই E-Mudra Loan( ই-মুদ্রা লোন) যোজনার মুখ্য উদ্দেশ্য হল - যে সকল মানুষের টাকা খুবই প্রয়োজন, তাদের জন্য সামান্য কিছু ডকোমেন্স এবং  অল্প সময়ের মধ্যে লোন প্রদান করা। এই ই-মুদ্রা লোন প্রকল্পে বলা হয়, গ্ৰাহক 5 মিনিটে 50 হাজার টাকা লোন নিতে পারবেন। 

Bank Of Baroda E-Mudra Loan Age Limit 

আপনি যদি Bank Of Baroda E-Mudra Loan Apply করতে চান, তাহলে আপনাকে Bank Of Baroda E-Mudra Loan Age Limit(ব্যাংক অফ বরোদা ই-মুদ্রা লোন বয়স লিমিট) সম্পর্কে জানতে হবে। আপনি যদি এই E-Mudra Loan নিতে চান, তাহলে আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 60 বছর হতে হবে। 

PMMY E-Mudra Loan Online Apply Decuments

• Indentity Proof: সরকার দ্বারা জারি করা, যেকোনো ডকোমেন্স। যেমন - আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। • Address Proof: বর্তমান সময়ে আবেদনকারী যে জায়গায় আছে,তার প্রমানপত্র। এক্ষেত্রে, আবেদনকারী আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি ব্যবহার করতে পারবেন।

PMMY E-Mudra Loan Online Apply Decuments

• Business Proof: এই ই-মুদ্রা লোন ব্যবসায়ীদের জন্য, সেই জন্য আবেদনকারীর Business Proof বা ব্যবসার প্রমানপত্র থাকতে হবে। এরজন্য ব্যবসার লাইসেন্স থাকতে হবে। • Financial Documents: এই লোন নেওয়ার জন্য আবেদনকারীকে Financial Documents বা আর্থিক ভাবে সবলম্বন কি না বা আপনি এই লোন পরিশোধ করতে পারবেন কি না, তার প্রমানপত্র দেখাতে হবে। এরজন্য আপনি গত একবছরের বা ছয় মাসের ব্যাংক ইস্টেটমেন্ট দেখাতে হবে। 

Bank Of Baroda E-Mudra Loan Interest Rate

আমরা সকলেই লোন নেওয়ার আগে, যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করি, সেটা হল সুদের হার। আমি এই বিষয়ে বিস্তারিত একটি অ্যার্টিকেল লিখেছি, যার লিঙ্ক আমি এই অ্যার্টিকেলে শেষে দিয়ে

 ই মুদ্রা লোন কাদের জন্য ?

ই মুদ্রা হল, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার পক্ষ থেকে ভারতের সমস্ত ছোটো এবং বড়ো ব্যবসায়ীদের জন্য নিয়ে আসা হয়েছে। এই ই মুদ্রা লোন শুরু মাত্র ব্যবসায়ীদের জন্য।

Bank Of Baroda E-Mudra Loan Online Apply 2023

এখন আমরা জানবো অনলাইনে ব্যাংক অফ বরোদা থেকে ই-মুদ্রা লোন আবেদন করার বিষয়ে। আমি আগে বিস্তারিত ভাবে এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি।

আমি নিচে লিঙ্ক দিয়েছি, যেখানে ক্লিক করে আপনি ই-মুদ্রা লোনের আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।