Post By - Santosh Barman
Image - Google
Personal Loan Calculator | পার্সোনাল লোন ক্যালকুলেটর | পার্সোনাল লোন নেওয়ার নিয়ম | Personal Loan Apply | পার্সোনাল লোন কি | What's Personal Loan
পার্সোনাল লোন নেওয়ার আগে আমরা সবচেয়ে প্রথম যে বিষয়টি লক্ষ করি, সেটা হল পার্সোনাল লোন ক্যালকুলেটর(Personal Loan Calculator)। আমি আজকের এই অ্যার্টিকেলে পার্সোনাল লোন ইএমআই ক্যালকুলেটর(Personal Loan EMI Calculator) এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
পার্সোনাল লোন হল একধরনের অসুরক্ষিত ঋণ((unsecured credit), এই পার্সোনাল লোন দিয়ে থাকেন, বিভিন্ন ব্যাঙ্ক বা সংস্থা। এই ব্যক্তিগত লোন নেওয়া হয়, আর্থিক কোনো সহায়তা জন্য। এই পার্সোনাল লোন যে কেউ নিতে পারবেন।
আপনি দুই উপায়ে Personal Loan নিতে পারবেন। যা হল - Online or Offline. আপনি যদি "অনলাইনে পার্সোনাল লোন" নিতে চান, তাহলে আপনাকে যে বিষয়গুলো অনুসরণ করতে হবে। তা আমি আগে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি।
• গম্ভীর কোনো চিকিৎসার জন্য • বাড়ির কোনো কাজের জন্য • বিয়ের জন্য • ব্যবসার কাজের জন্য • বড়সরো কিছু কেনাকাটা করার জন্য • ক্রেড়িক কার্ড়ের বিল মেটানোর জন্য • এছাড়াও, আরো অনেক কাজে পার্সোনাল লোন নিতে পারবেন।
• পরিচয়পত্র হিসাবে আধার - কার্ড, ভোটার কার্ড, পেনকার্ড় বা পাসপোর্ট • বয়স প্রমানপত্র হিসাবে - আধার কার্ড, ভোটার কার্ড, বা পেনকার্ড় • শিক্ষাগত যোগ্যতা হিসাবে - ইস্কুল বা কলেজের সার্টিফিকেট • ইনকাম সার্টিফিকেট হিসাবে - সরকারি বা বেসরকারি সংস্থার সেলারি স্লিপ • ব্যাংক অ্যাকাউন্ট
আপনাকে বেশি কিছু করতে হবে না। আমি আগে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি, যে আপনাকে কি কি করতে হবে।