PM Kishan New Verification Update

Post By - Santosh Barman

www.canbebangali.com

পিএম কিষান যোজনার পক্ষ থেকে নতুন আপড়েট চলে এসেছে।

আপনার যদি ৫ একর বা তার কম চাষের জমি থাকে, তাহলে এই অ্যাটিকেলটি আপনার জন্য..

আপনি পিএম কিষান যোজনায় প্রতিবছর‌ ৬০০০ টাকা করে পাবেন।

বর্তমান সময়ে গোটা ভারতবর্ষের 83 লাখ 29 হাজার 641 জন কৃষক, এই পিএম কিষান যোজনার লাভ নিচ্ছেন।

আমদের মধ্যে ‌অনেকেই আছি, যাদের পিএম কিষান যোজনার 13তম কিস্তি চলে এসেছে।

PM Kishan 13 Installment, আসেনি 15 লাখ কৃষক বন্ধুদের। এর কারণ আগে আলোচনা করা হয়েছে।

PM Kishan New Verification Update এর মতে যে সকল কৃষক বন্ধুরা আধার কার্ড এবং জমির কাগজ নতুন করে জমা করেনি..

পিএম কিষান যোজনার সুবিধা নেওয়ার জন্য নতুন করে PM Kishan KYC করুন। তাহলে আপনি টাকা পাবেন।

পিএম কিষান যোজনায় অনলাইনে আবেদন এবং KYC করার উপায় জানতে, নিচে See More Option এ ক্লিক করুন।