which state of india have oil fields | list of oil reserves in india | About oil fields in india | Canbebangali

Advertisement
Advertisement

 

which-state-of-india-have-oil-fields

Advertisement

which state of india have oil fields | list of oil reserves in india | About oil fields in india | Canbebangali

Advertisement

ভারতবর্ষে ১৮৮৯ দশকের সময় তেল এবং গ্যাস এর শিল্প গড়ে ওঠে যখন আসাম রাজ্যের ডিগবোই শহরের কাছে প্রথম প্রাকৃতিক তেলের আবিষ্কার হয়। 

Advertisement

এরপর ভারতে ১৯৬০ এর দশকে আসাম ও মহারাষ্ট্র সংলগ্ন বোম্বে হাইবে এর পাশে প্রাকৃতিক গ্যাস শিল্প আবিষ্কার হয়।

ভারতের ভু-বিঙ্গানীদের মতে ৩১ মার্চ ২০১৮ এর সময়সীমা অনুযায়ী ভারতে ৫৯৫.৪৯ মিলিয়ন টন অপরিশোধিত প্রাকৃতিক তেল আছে। এবং ১৩৩৯.৫৭ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে

গোটা ভারতবর্ষে যে পরিমানে তেলের চাহিদা তার মধ্যে ৮২% তেল ভারত বাইরের দেশ থেকে আমদানি করে। 

কিন্তু, এখানে জানা গেছে যে ২০২২ এর মধ্যে ভারত এই ৮২% থেকে ৬৭% এ নিয়ে আসবে বলে জানা যাচ্ছে।

ভারত ২০২১ সালের মার্চ মাসে অপরিশোধিত তেল উত্তোলন করে ৫.২% এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে ৮.১% 

Advertisement

এই বছর অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলন কম হয়েছে, এর কারণ উৎপাদকরা ৩০,৪৯১,৭ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল এবং ২৮,৬৭০.৬ মিলিয়ন মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন করেছেন।

কিন্তু, ২০২১ এর আগস্ট মাসে অপরিশোধিত তেলের উৎপাদন ২.৩% কম হয়েছে। কিন্তু প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ২০.২৩% বৃদ্ধি পেয়েছে।

ভারতের কোন রাজ্যে তেল ক্ষেত্র রয়েছে (which state of india have oil fields)

ভারতবর্ষে প্রথম অপরিশোধিত তেলের অনুসন্ধান পাওয়া যায় ১৮৮৯ সালে আসাম রাজ্যের ডিগবোই শহরে ।

Advertisement

এছাড়া, ভারতে প্রথম প্রাকৃতিক গ্যাসের আবিষ্কার হয় ১৯৬০ এর দশকে আসাম ও গুজরাট এর গ্যাসক্ষেত্র তৈরি মধ্যে দিয়ে।

ভারতের কোথায় কোথায় অপরিশোধিত তেল পাওয়া যায় (list of oil reserves in india)

নিচে ভারতের যে সকল রাজ্যে অপরিশোধিত তেল পাওয়া যায় তার নাম এবং তেলের পরিমাণ দেওয়া হল –

• Arunachal Pradesh – 1.52 million matric tonnes

Advertisement

• Andhra Pradesh – 8.15 million matric tonnes

• Assam – 159.96 million matric tonnes

• Eastern Offshore(1) – 40.67 million matric tonnes

• Gujarat – 118.61 million matric tonnes

• Nagaland – 2.38 million matric tonnes

Advertisement

• Rajasthan – 24.55 million matric tonnes

• Tamil Nadu – 9.00 million matric tonnes

• Tripura – 0.07 million matric tonnes

• Eastern Offshore (2) – 239.20 million matric tonnes

Advertisement

এইসকল অপরিশোধিত তেলের একসঙ্গে মোটা করলে 604.10 million matric tonnes দাডাবে। 

এখন ভারতে প্রাকৃতিক গ্যাস নিয়ে আলোচনা করা যাক, কোনো রাজ্যে কত প্রাকৃতিক গ্যাস আছে।

• Arunachal Pradesh – 0.93 billion cubic metres

Advertisement

• Andhra Pradesh – 48.310.93 billion cubic metres

• Assam – 158.57 billion cubic metres

• Eastern Offshore(1) – 507.76 billion cubic metres

• Gujarat – 62.28 billion cubic metres

• Nagaland – 0.09 billion cubic metres

Advertisement

• Rajasthan – 34.86 billion cubic metres

• Tamil Nadu – 31.98 billion cubic metres

• Tripura – 36.10 billion cubic metres

• Eastern Offshore (2) – 301.35 billion cubic metres

• Coal Bed Methane – 106.58 billion cubic metres

Advertisement

এইসকল প্রাকৃতিক গ্যাস মোট করলে দাডাবে – 1289.81 billion cubic metres

Advertisement
Advertisement

Leave a Comment