Women’s Cricket World Cup 2022:
৪ মার্চ ২০২২ গুগল ডুডল (Google Doodle) মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের(2022 Women’s Cricket World Cup)ঘোষণা করেন নিউজিল্যান্ড এ। এই বিশ্বকাপ টুর্নামেন্টটি নিউজিল্যান্ড এর বে অফ প্লেন্টি এলাকার বে ওভার স্টেডিয়ামে শুরু হয়। এই টুর্নামেন্টটে অংশগ্রহণ করেন, ভারতসহ আরো আঁট টি দেশ।
টুর্নামেন্টটের প্রথম ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড এর মধ্যে।
ভারতীয় দর্শকদের উদ্দেশ্যে, ৬ মার্চ ২০২২ টিম ইন্ডিয়া এবং পাকিস্তানের দলের মধ্যে টুর্নামেন্ট হবে। যা প্রতিটা ভারতীয়দের উৎসাহিত করবে এই ম্যাচ দেখার জন্য।
এই মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের(icc Women’s World Cup) ১০ মার্চ নিউজিল্যান্ড, ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ১৯ মার্চ অস্ট্রেলিয়া, ২২ মার্চ বাংলাদেশ, ২৭ মার্চ দক্ষিণ আফ্রিকা খেলবে।
আইসিসি এর পক্ষথেকে জানানো হয়েছে যে মোট ৩১টি ম্যাচ নিয়ে এই টুর্নামেন্টেটি সংগঠিত হবে। এই টুর্নামেন্টেটি করোনা ভাইরাস এর কারণে একবছর পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু, এখন করোনা পরিস্থিতিতে উন্নতি হওয়ার জন্য এই বছর এই মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টটি খেলা হচ্ছে।
আইসিসি সিদ্ধান্ত নেয় যে টুর্নামেন্ঠে অংশগ্রহণকারী দলগুলো কঠোর বায়ো বাবল ব্যবস্থার পরিবর্তে একটি পরিচালিত পরিবেশে থাকবে।
এই মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের(Women’s Cricket World Cup) অংশগ্রহণকারী দলগুলোকে শুভেচ্ছা জানাতে গোগল তার ডুডল অপশনে ব্যাটিং, বোলিং, ইউকেটকিপিং, এবং ফিল্ডিং পজিশনে খেলয়ার দের দেখানো হয়েছে। গোগলের এই ডুডল অপশনে ক্লিক করলে, আপনি সরাসরি গোগল(Google) এর মহিলা ক্রিকেট বিশ্বকাপ এর পৃষ্ঠায় নিয়ে যাওয়া হয়। এবং এখানে একটা ক্রিকেট বল স্কিনে ভেষে বেড়ায়।
গুগল মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের সূচনা উপলক্ষে কিছু ক্রিকেট এর ইতিহাস শেয়ার করে।
বিশ্বের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল ১৮৪৪ সালে(First International Cricket Match) এখানে খেলেছিলেন কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া, আরো জানানো হয়েছে, প্রথম মহিলা বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৩ সালে(First Women’s Cricket World Cup Match)
▪️ মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২২ এর সময়সূচী ?(Women’s Cricket World Cup 2022 schedule)
আজকে অর্থাত, ৪ মার্চ খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ মহিলা টিম এবং নিউজিল্যান্ড মহিলা টিম।
➡️ ৫ মার্চ ২০২২: বাংলাদেশ মহিলা টিম এবং দক্ষিণ আফ্রিকা মহিলা টিম
➡️ ৫ মার্চ ২০২২ দ্বিতীয় ম্যাচ: অস্ট্রেলিয়া মহিলা টিম এবং ইংল্যান্ড মহিলা টিম
➡️ ৬ মার্চ ২০২২: পাকিস্তান মহিলা টিম এবং ভারতীয় মহিলা টিম(Pakistan Vs India Women’s Cricket World Cup)
➡️ ৭ মার্চ ২০২২: নিউজিল্যান্ড মহিলা টিম এবং বাংলাদেশ মহিলা টিম
➡️ ৮ মার্চ ২০২২: আস্ট্রেলিয়া মহিলা টিম এবং পাকিস্তান মহিলা টিম
➡️ ৯ মার্চ ২০২২: ওয়েস্ট ইন্ডিজ মহিলা টিম এবং ইংল্যান্ড মহিলা টিম
➡️ ১০ মার্চ ২০২২: নিউজিল্যান্ড মহিলা টিম এবং ভারতীয় মহিলা টিম
➡️ ১১ মার্চ ২০২২: পাকিস্তান মহিলা টিম এবং দক্ষিণ আফ্রিকা মহিলা টিম
➡️ ১২ মার্চ ২০২২: ওয়েস্ট ইন্ডিজ মহিলা টিম এবং ভারতীয় মহিলা টিম
➡️ ১৩ মার্চ ২০২২: নিউজিল্যান্ড মহিলা টিম এবং অস্ট্রেলিয়া মহিলা টিম
➡️ ১৪ মার্চ ২০২২: পাকিস্তান মহিলা টিম এবং বাংলাদেশ মহিলা টিম
➡️ ১৪ মার্চ ২০২২ দ্বিতীয় ম্যাচ: দক্ষিণ আফ্রিকা মহিলা টিম এবং ইংল্যান্ড মহিলা টিম
➡️ ১৫ মার্চ ২০২২: অস্ট্রেলিয়া মহিলা টিম এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলা টিম
➡️ ১৬ মার্চ ২০২২: ইংল্যান্ড মহিলা টিম এবং ভারতীয় মহিলা টিম
➡️ ১৭ মার্চ ২০২২: নিউজিল্যান্ড মহিলা টিম এবং দক্ষিণ আফ্রিকা মহিলা টিম
➡️ ১৮ মার্চ ২০২২: বাংলাদেশ মহিলা টিম এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলা টিম
➡️ ১৯ মার্চ ২০২২: ভারতীয় মহিলা টিম এবং আস্ট্রেলিয়া মহিলা টিম
➡️ ২০ মার্চ ২০২২: নিউজিল্যান্ড মহিলা টিম এবং ইংল্যান্ড মহিলা টিম
➡️ ২১ মার্চ ২০২২: ওয়েস্ট ইন্ডিজ মহিলা টিম এবং পাকিস্তান মহিলা টিম
➡️ ২২ মার্চ ২০২২: দক্ষিণ আফ্রিকা মহিলা টিম এবং অস্ট্রেলিয়া মহিলা টিম
➡️ ২২ মার্চ ২০২২ দ্বিতীয় ম্যাচ: ভারতীয় মহিলা টিম এবং বাংলাদেশ মহিলা টিম
➡️ ২৪ মার্চ ২০২২: দক্ষিণ আফ্রিকা মহিলা টিম এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলা টিম
➡️ ২৪ মার্চ ২০২২ দ্বিতীয় ম্যাচ: ইংল্যান্ড মহিলা টিম এবং পাকিস্তান মহিলা টিম
➡️ ২৫ মার্চ ২০২২: বাংলাদেশ মহিলা টিম এবং অস্ট্রেলিয়া মহিলা টিম
➡️ ২৬ মার্চ ২০২২: নিউজিল্যান্ড মহিলা টিম এবং পাকিস্তান মহিলা টিম
➡️ ২৭ মার্চ ২০২২: ইংল্যান্ড মহিলা টিম এবং বাংলাদেশ মহিলা টিম
➡️ ২৭ মার্চ ২০২২ দ্বিতীয় ম্যাচ: ভারতীয় মহিলা টিম এবং দক্ষিণ আফ্রিকা মহিলা টিম
এখানে ৩০ এবং ৩১ মার্চ এর ফলাফল ঘোষণা করা হয়নি। এবং লাস্ট ফাইনাল ম্যাচ ৩ এপ্রিল ২০২২ এ অনুষ্ঠিত হবে।