About Us

About Us

About Us Hi, আমি সন্তোষ বর্মন www.canbebangali.com এর owner. আমি পশ্চিমবঙ্গের দক্ষিনে বাংলাদেশ সংলগ্ন বালুরঘাটের ছোট্ট একটা গ্ৰামে বাস করি। আমি HS পাশ করেছি। আমি ক্লাস টেন (দশম) থেকে ভাবতাম অনলাইনে টাকা আয়ের উপায় কি। সেই সময় আমার কাছে কোনো মোবাইল ছিল না। আমি প্রথম মোবাইল কিনি ২০১৫ সালে নিজের টাকা দিয়ে। আমি ২০১৪ সালে উচ্চমাধ্যমিক পাশ করি তারপর পড়াশোনা বন্ধ করে দিয়, কারণ আমার রেজাল্ট যা ছিল তাতে চাকরি কখনোই হতো না। ২০১৫ সালে আমি একটা জায়গায় কাজ করতাম মাসে ১২-১৪ হাজার টাকা ইনকাম হতো ১২ ঘন্টা কাজ + ওভার টাইম করে।

এরপর, আমি ইউটিউব চ্যানেল খুলি। ২০১৬ সালে সেখানে কাজ করি প্রায় ২ বছর। সেখান থেকে টাকা ইনকাম করতে পারিনি। এরপর, আবার ২০১৯ এর শেষে একটা ইউটিউব চ্যানেল খুলি, যেখানে প্রায় ১৮ মাস কাজ করি সেটাও সফল হলো না।

রপর, ২০২০ এর মাঝের দিকে এই ওয়েবসাইট তৈরি করি । এই ওয়েবসাইটে আমি ৮-৯ মাস ধরে কাজ করছি। ১৪০ টা পোস্ট লিখেছিলাম যা আজ নেই, ২০-২৫ বার Google Adsense Reject করেছে।

কিন্ত আমি হাল ছাড়িন। আর আজ Free Blogger থেকে WordPress এর চলে আসলাম। আপনাদের আশির্বাদ ও ভালোবাসা পেলে হয়তো আমার স্বপ্ন পূরণ হতে পারে।

আমি এখানে Money Earning, Bloging, Mobile Tips, Game, News Etc. নিয়ে কাজ করি।

If You Any Questions And Quaries Contact Me.

santoshbarman201997@gmail.com